ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ
ব্যাপ্তি বা
ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ হলো :
Personal Area Network (PAN)
PAN এমন এক ধরনের কম্পিউটার নেটওয়ার্ক, যা কম্পিউটার ডিভাইসগুলোর (টেলিফোন ও পারসোনাল ডিজিটাল
অ্যাসিস্ট্যান্ট) মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ডিভাইসগুলো ব্যক্তিগত হতে পারে, নাও হতে পারে। PAN-এর বিস্তৃতি
সাধারণত কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে। PAN ব্যক্তিগত ডিভাইসগুলোর
মধ্যে যোগাযোগের জন্য অথবা হায়ার লেবেল নেটওয়ার্ক ও ইন্টারনেটের সঙ্গে সংযোগের
জন্যও হতে পারে। PAN, USB এবং Fireware
বাস দ্বারা সংযুক্ত হতে পারে। ওয়্যারলেস PAN
blue tooth দ্বারা তৈরি হতে পারে।
Local
Area Network (LAN)
এই নেটওয়ার্ক একটি
ক্ষুদ্র ভৌগোলিক এলাকা যেমন—বাসা, অফিস অথবা বিল্ডিং জুড়ে গঠিত হয়। LAN ব্যবহারকারীর সংখ্যার ওপর ভিত্তি করে পিয়ার-টু-পিয়ার অথবা ক্লায়েন্ট
সার্ভার নেটওয়ার্কিং মেথড ব্যবহার করা যেতে পারে। পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক হলো
যেখানে প্রত্যেক Client নেটওয়ার্কের অন্যান্য Workstation-এর সঙ্গে তাদের রিসোর্স শেয়ার করতে পারে।
Campus
Area Network (CAN)
যে নেটওয়ার্ক দুই
বা ততোধিক খঅঘ নিয়ে গঠিত হয় কিন্তু একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায়, যেমন—কলেজ ক্যাম্পাস, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অথবা
মিলিটারি ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকে, তাকে ক্যাম্পাস
এরিয়া নেটওয়ার্ক বলে। CAN কে MAN (Metropolitan Area Network) হিসেবে বিবেচনা করা যেতে পারে, কিন্তু এটি সাধারণত
একটি সীমিত এলাকাজুড়ে গঠিত, যা আদর্শ MAN থেকে ছোট।
Metropolitan
Area Network (MAN)
MAN এমন একটি নেটওয়ার্ক, যা দুই বা ততোধিক খঅঘ অথবা CAN অথবা উভয়েই একত্রে গঠিত হতে পারে, কিন্তু কখনোই
পার্শ্ববর্তী অথবা নিকটবর্তী শহর, জেলা অথবা Metropolitan
এরিয়ার বাইরে বিস্তৃত হবে না। মাল্টিপল রাউটার, সুইচ ও হাব দ্বারা গঅঘ গঠিত হয়।
Wide
Area Network (WAN)
দেশের মধ্যে
বিস্তৃত এলাকাজুড়ে অথবা বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যেখানে বিভিন্ন
প্রকার রিসোর্স বিস্তৃত হয়ে থাকে, তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা
সংক্ষেপে ওয়ান বলে অভিহিত করা হয়। যেমন—বিভিন্ন বহুজাতিক
কম্পানিগুলো তাদের বিভিন্ন দেশে অবস্থিত অফিসগুলোর মধ্যে আন্তঃসংযোগের জন্য ডঅঘ
ব্যবহার করে থাকে। WAN-এর সবচেয়ে বৃহৎ ও উত্তম উদাহরণ হলো Internet।
Global Area Network (GAN)
Global Area Network (GAN) এর স্পেসিফিকেশন
বিভিন্ন গ্রুপ দ্বারা ডেভেলপ হয়েছে এবং যার কোনো সুনির্দিষ্ট সাধারণ সংজ্ঞা নেই।
মূলত GAN যেকোনো সংখ্যক ওয়্যারলেস ল্যান এবং স্যাটেলাইট কাভারেজ
এলাকায় মোবাইল যোগাযোগের সহায়তা করার জন্য একটি মডেল।
Post a Comment