ন্যানো টেকনোলোজি (Nano Technology)

ন্যানো টেকনোলজিকে বলা হচ্ছে প্রকৃত অর্থেই বিজ্ঞান আবিষ্কৃত ‘আলাদিনের চেরাগ’ মারত্মক সব ঘটনা ঘটাতে সক্ষম হবে এই প্রযুক্তি। যদিও এর পক্ষে বিপক্ষে নানান সব যুক্তি ও আছে। তারপরও ন্যানো টেকনোলজি এর পজেটিভ দিকগুলোই বেশী বলে মনে হয় এবং এ ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা।
আজকে একটি সুখবর দেই। ফিফা (FIFA) তে বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান ১৬৯ তম হলেও ইরানের তথ্যভান্ডার স্টেট ন্যানো তে দেখলাম ২০১২ সনে এই ন্যানো টেকনোলজির ক্ষেত্রে বাংলাদেশের স্থান ৬২ তম। এই তালিকা তৈরি করা হয়েছে Web of Science (ISI Web Knowledge) এ প্রকাশিত গবেষণা প্রবন্ধের উপর ভিত্তি করে। অনেক ভালো খবর তাই না? ২০১২ সালের Web of Science (ISI Web Knowledge) এ বাংলাদেশ থেকে বা বাংলাদেশী সম্মানিত বিজ্ঞানী/লেখকদের প্রাকাশিত ১২০১টি প্রবন্ধের মধ্যে ৬৭টি লেখা হয়েছে ন্যানো টেকনোলজি নিয়ে।
তবে মজার বিষয়টি অন্য জায়গায়। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা বাংলাদেশী হিসাবে গবেষণা প্রবন্ধ প্রকাশ করলেও তা বিশ্ববিদ্যালয় তথা অন্য দেশের নামে তালিকাভূক্ত হবে। আমার জানা ভূল থাকতে পারে তবে আমার জানামতে Web of Science (ISI Web Knowledge) এর রেংকিং হয়। সে হিসাবে আমার বিশ্বাস বাংলাদেশের স্থান অনেক উপরেই হবে কেননা রেংকিং এ ক্ষেত্রে আমাদের গবেষণার সুফল ভোগ করছে অন্য দেশ।
তিনি কথা বলেছিলেন সকল ধরনের প্রযুক্তির পেছনের কথা নিয়ে, সে সবের ভালে-মন্দ থেকে কতটা লাভ হয়েছে মানব জাতির, না থাকলে কি হতো? উনি উদাহরণ দিয়েছেন দ্রুতগামী বিমানের কথা যেটার বাজেট কয়েক মিলিয়ন ডলার, সরকারী খরচে এ ধরনের বিমানের মেকিং কতটা জরুরী, যেখানে সমাজের ৫% মানুষ এ ধরনের বিমানে ভ্রমণ করার মত যোগ্যতা বা প্রয়োজনীয়তা অনুভব করেন। আগে পরে অনেক যুক্তি দেখিয়েছিলেন তিনি। চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। নীল পোষ্টম্যান বিশ্বব্যাক্তিত্ব হিসেবে প্রশ্ন করেছেন সবার কাছে, যে কোন নতুন প্রযুক্তির (নিউক্লিয়ার প্ল্যান্টের কথা ভাবতে পারেন, ভাবতে পারেন মোবাইলে কথা, ভারতে পারেন দ্রুতগামী জেট বিমানের কথা, হতে পারে ইন্টারনেট) আবিষ্কারের সময় এ কথাগুলো ভাবার জন্য, লাভ ক্ষতির হিসেবটা কষে নেয়ার জন্য, একটু ভাবার জন্য।

No comments

ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ

ব্যাপ্তি বা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ হলো : Personal Area Network (PAN) PAN এমন এক ধরনের কম্পিউটার নেটওয়...

Powered by Blogger.